অক্টোবরে আসছে হুয়াওয়ের নতুন ফোন। নতুন এই ফ্লাগশিপ ডিভাইসটির মডেল হুয়াওয়ে মেট টেন। পোলান্ডের একটি ওয়েবসাইট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৬ অক্টোবর ফোনটি জার্মানির মুনিচে একটি অনুষ্ঠানের মাধ্যমে ফোনটির মোড়ক উন্মোচন হবে।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, একই ইভেন্টে হুয়াওয়ে মেট টেনের একটি লাইট ভার্সনও অবমুক্ত করবে।
৬ ইঞ্চির এই ফোনটি হবে বেজেললেস ডিসপ্লের তৈরি। ফোনের পুরোটা জুড়েই থাকবে ডিসপ্লে। এতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটিতে কোয়াডকোর কিরিন প্রসেসর থাকছে। এটি হুয়াওয়ের নিজস্ব প্রসেসর।
৪ জিবি র্যাম সমৃদ্ধ ফোনটিতে ৬৪ জিবি রম থাকছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।