প্রশ্ন : ১০ বার সূরা ইখলাস পড়লে শুনেছি যে আল্লাহতায়ালা জান্নাতে একটি মহল বানান। এটা কতটুকু সত্য?
উত্তর : না, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এখানে যে বর্ণনাটি উল্লেখ করা হয়ে থাকে, সেটা শুধু হাদিসের নামে বানোয়াট বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। এখানে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন