শার্পের শক্তিশালী ফোন

মোবাইল ফোন রিভিউ August 1, 2017 749
শার্পের শক্তিশালী ফোন

শক্তিশালী কনফিগারেশন সমৃদ্ধ একটি ফোন আনতে কাজ করছে শার্প। ফোনটির মডেল শার্প অ্যাকুস এস টু। ফোনটিতে থাকছে ৬ জিবি র‌্যাম। এবং ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা।


ফোনটিতে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড টাচস্ক্রিন সমৃদ্ধ আল্ট্রা এইচডি রেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট এবং অক্টাকোর ফোর বাই ২.৪৫ গিগাহার্জের প্রসেসর।


শার্পের নতুন ফোনটি দুইটি মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি হবে ৬৪ জিবির। অন্যটি ১২৮ জিবির। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।


ছবির জন্য ফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।


ব্যাপআপের জন্য আছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিকে দ্রুত চার্জ দেয়ার জন্য রয়েছে কুইক চার্জ ৩.০।


অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মূল্য হবে ৫৮২.৯৯ ডলার।