মা-বাবা বাড়িতে নেই

শিক্ষক-ছাত্র কৌতুক August 1, 2017 1,440
মা-বাবা বাড়িতে নেই

শিক্ষক : এই যে পিন্টু, ক’দিন ধরে স্কুলে যাচ্ছো না, কী ব্যাপার তোমার?


পিন্টু : মা-বাবা বাড়িতে নেই স্যার!


শিক্ষক : কোথায় গেছেন?


পিন্টু : বাবা জেলে, আর মা হাসপাতালে!


শিক্ষক : খুবই দুঃখের ব্যাপার।


পিন্টু : না স্যার, আসলে আমার মা ডাক্তার আর বাবা পুলিশ!