মানবদেহের অজানা কিছু রহস্য

জানা অজানা July 31, 2017 1,994
মানবদেহের অজানা কিছু রহস্য

মানুষ সৃষ্টির সেরা জীব। তার মাঝে মানব দেহ সব চেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন। তবে চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরের বিষয়ে অনেক তথ্য পেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো মানব দেহে অজানা রহস্য ঘেরা। আজ আমরা মানব দেহ সম্পর্কে কিছু তথ্য জানবো যা হয়ত অজানা ছিল আমাদের অনেকের কাছেই।


১. মানুষের দেহে তিন কোটি পঞ্চাশ লৰ নাড়ি আছে৷ এর মধ্যে বাহাত্তর হাজার নাড়ি একটু মোটা, এই বাহাত্তর হাজারের মধ্যে সাতশো নাড়ির গায়ে ছোট ছোট ছিদ্র আছে। আমরা যে খাদ্য বা পানীয় গ্রহণ করি তার রস এই ছিদ্র দিয়ে নাড়িগুলোর মধ্যদিয়ে প্রবাহিত হয়ে দেহকে তাজা রাখে ও দেহের বৃদ্ধি ঘটায়৷


২. প্রতিদিন বিভিন্ন কারণে মানুষের দেহের কোষ নষ্ট হয়ে যায়৷ তবে সেগুলি আবার তৈরি হয়েও যায় কিন্তু মাথার বা মস্তিষ্ক কোষ একবার নষ্ট হলে সেটা আর পূরণ হয় না৷ পঁয়ত্রিশ বছর বয়সের পর প্রতিদিন মানুষের প্রায় এক হাজার মস্তিষ্ক কোষ নষ্ট হয়ে যায়৷ এর ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা বা স্মরণশক্তি ধীরে ধীরে কমে যায়৷ তবে এর জন্য ভয়ের কোন কারণ নেই৷ মানুষের মাথার কোষের সংখ্যা প্রায় দশ হাজার কোটির মতো৷


৩. মানুষের মাথার চুলের বৃদ্ধি বেশ মজার৷ চব্বিশ ঘন্টায় মাথার চুল সমানভাবে বাড়ে না৷ একটা ছন্দ ধরে বাড়ে৷ রাতের বেলায় চুল খুব ধীরে বাড়ে৷ সকাল হবার পর থেকে এর গতি বাড়তে থাকে, আর বেলা ১০টা থেকে ১২টার মধ্যে সবচেয়ে বেশি বাড়ে৷ দুপুরের দিকে চুল বাড়ার গতি কমে আসে, কিন্তু বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে আবার বাড়তে শুরম্ন করে৷ আবার সন্ধ্যার পর এর গতি কমতে থাকে৷


৪. মানুষের হৃত্‍পিন্ড কিন্তু খুবই কার্যকর৷ প্রতি মিনিটে এটি ৫-৬ মিটার রক্ত পাম্প করে দেহের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়৷ অর্থাত্‍ প্রতিদিন এই যন্ত্রটি আমাদের দেহে প্রায় আট হাজার মিটার রক্ত পাম্প করে৷


৫. আমাদের কিডনীর মধ্যে প্রতিদিন ১৮০ লিটার জলীয় পদার্থ প্রবেশ করে৷ সেটা থেকে শতকরা ৯৯ ভাগ পানিই পরিশোধিত হয়ে আবার মানুষের দেহে ব্যবহৃত হয়, আর মাত্র একভাগ পানি প্রসাবের আকারে বের হয়ে যায়৷ মানুষের শরীরে কিডনীর প্রয়োজন এ থেকেই বোঝা যায়৷


৬. আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।


৭. আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।