নিজেকে একা মনে হয়

শিক্ষক-ছাত্র কৌতুক July 30, 2017 2,126
নিজেকে একা মনে হয়

শিক্ষক : এমন একটা জায়গার নাম বলো, যেখানে তোমার আশেপাশে সবাই আছে। কিন্তু তারপরেও নিজেকে একা মনে হয়।


ছাত্র : পরীক্ষা কেন্দ্র।