সেলফি ফোন আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। ফোনটির মডেল মাইক্রোম্যাক্স সেলফি ২। সম্প্রতি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সেলফি ফোকাস এই ফোনটিতে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে মাইক্রোম্যাক্স। এছাড়াও থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
মাইক্রোম্যাক্সের নতুন ফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এলইডি ফ্লাশসমৃদ্ধ এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। এতে অটো স্ক্রিন ডিটেকশন এবং প্যানারমা রয়েছে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় রিয়েল টাইম বুকেহ ইফেক্ট পাওয়া যাবে। এছাড়াও এতে সনির ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে আছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি রম। ফোনটিতে ১.৩ গিগহার্জের কোয়াডকোর মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ফোনটির রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির দাম এখনো জানায়নি মাইক্রোম্যাক্স।