নকিয়ার কম দামের ফোনের তথ্য ফাঁস

মোবাইল ফোন রিভিউ July 26, 2017 1,112
নকিয়ার কম দামের ফোনের তথ্য ফাঁস

নকিয়ার কম দামের ফোনের তথ্য ফাঁস হয়েছে। এই ফোনটির মডেল নকিয়া ২। সম্প্রতি গিকবেঞ্চে ফোনটির তথ্য পাওয়া গেছে। তাদের তথ্য মতে নকিয়া ২ আসবে ১ জিবি র‌্যামে। ফলে এটিই হবে নকিয়ার অ্যানড্রয়েড ঘরানায় কম দামের ফোন। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট থাকবে বলে ধারণা করা হচ্ছে।


১.২৭ গিগাহার্জ প্রসেসরের নকিয়া ২ ফোনটি নিয়ে অনেকদিন গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনের সূত্র ধরে জানা যায়, এইচএমডি গ্লোবাল নকিয়া ২ ফোনটি আননোন হার্ট’ কোড নেমে তৈরি করছে। এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। এটি এই বছরের শেষের দিকে বাজারে আসবে।


গিকবেঞ্জ ব্রাউজার বেঞ্জমার্ক পরীক্ষায় তালিকাভুক্ত হওয়া নকিয়া ২ ফোনটিতে ভালো স্কোর করেছে।


এইচএমডি গ্লোবাল এক ব্লগ পোস্টে স্বীকার করেছে যে নকিয়া ২ হবে এন্ট্রি লেভেলের। আর এটি বাজারে আসলে এটিই হবে নকিয়ার সবচেয়ে কম দামের অ্যানড্রয়েড ফোন।