চুলের যত্নে নারকেল তেলের মতো ব্যবহার করতে পারেন সরিষার তেলও। এটি খুশকি দূরে করে অকালে চুল পড়া বন্ধ করে। পাশাপাশি চুলে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। সপ্তাহে একদিন চুলে ব্যবহার করতে পারেন সরিষার তেল।
→ স্ক্রাব
- ১ টেবিল চামচ বেকিং সোডা নিন।
- ২ টেবিল চামচ সরিষার তেল মেশান।
- মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান।
- ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
→ হেয়ার প্যাক
- একটি পাত্রে ৪ টেবিল চামচ সরিষার তেল নিন।
- ২ টেবিল চামচ নারকেল তেল মেশান।
- ২ টেবিল চামচ মেথি বাটা মিশিয়ে নিন মিশ্রণে।
- ১ চা চামচ দারুচিনি গুড়া দিন।
- মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।
- ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
→ হট অয়েল
- ৫ টেবিল চামচ নারকেল তেল নিন।
- আধা কাপ নারকেল তেল মেশান।
- সামান্য গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।
- ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
→ চুলে সরিষার তেল ব্যবহার করবেন কেন?
- সরিষার তেলে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক। এগুলো চুলের যত্নে অতুলনীয়।
- সরিষার তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের ইনফেকশন ও চুলকানি দূর করে।
- চুল পড়া বন্ধ করে এটি।
- খুশকি দূর করে।
- সরিষার তেলে থাকা ভিটামিন, মিনারেল ও বেটা-ক্যারোটিন যত্ন নেয় চুলের।
- চুলের রুক্ষতা দূর করে ঝলমলে করে চুল।
- সরিষার তেল চুলের বৃদ্ধি বাড়ায়।