নামাজ একবার আদায়ের পর কি জামাতে শরিক হওয়া যায়?

ইসলামিক শিক্ষা July 26, 2017 1,189
নামাজ একবার আদায়ের পর কি জামাতে শরিক হওয়া যায়?

প্রশ্ন : সালাতের ওয়াক্ত শুরু হলে সালাত আদায়ের পর কি আবার জামাতে শরিক হওয়া যাবে? আর যদি শরিক না হই, তাহলে কি গুনাহগার হব?


উত্তর : ওয়াক্ত শুরু হলে যদি আপনি সালাত আদায় করে নেন, এর পরে যদি আপনি জামাত পান, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে জামাতে অংশগ্রহণ করা। জামাতে আদায় করেননি, কিন্তু জামাত পেয়ে গেছেন, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। এটি হলো উত্তম।


আর জামাতে যদি আপনি অংশগ্রহণ না করেন, অথচ জামাত চলছে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। জামাত থাকা অবস্থায় একাকী নামাজ পড়া যাবে না।


মসজিদের মধ্যে আপনি শুয়ে আছেন, বসে আছেন আর মসজিদে জামাত চলছে, আপনি বললেন যে আপনি নামাজ পড়ে ফেলেছেন। এটি একেবারেই সুন্নাহ পরিপন্থী কাজ, গর্হিত কাজ, গুনাহর কাজ। এটি শুদ্ধ নয়।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন