গরম নারকেল তেল: ফাটবে না চুলের আগা

রূপচর্চা/বিউটি-টিপস July 25, 2017 719
গরম নারকেল তেল: ফাটবে না চুলের আগা

প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে চাইলে নারকেল তেলের কোনও বিকল্প নেই। এটি চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। খুশকি, চুলের আগা ফেটে যাওয়ায় কিংবা চুল পড়ে যাওয়া রোধ করতে সপ্তাহে দুইদিন ব্যবহার করুন গরম নারকেল তেল।


→ যেভাবে ব্যবহার করবেন


- চুল অনুযায়ী একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন।


- সামান্য গরম করুন তেল।


- শুকনা ও পরিষ্কার চুলে ভালো করে লাগান গরম তেল।


- সারারাত একটি শাওয়ার ক্যাপ দিয়ে মুড়ে রাখুন চুল।


- পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


- সপ্তাহে দুইবার এটি ব্যবহার করুন।


- নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়েও চুলে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গরম তোয়ালে মাথায় পেঁচিয়ে রাখুন ২ ঘণ্টা। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।



→ নারকেল তেল চুলে ব্যবহার করবেন কেন?


- নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও আযন্টি-ফাঙ্গাল উপাদান। এটি মাথার ত্বকের জীবাণু দূর করে।


- প্রাকৃতিকভাবে চুল ময়েশ্চারাইজ করে নারকেল তেল।


- মাথার ত্বকের শুষ্কতা দূর করে ও খুশকি দূর করে গরম নারকেল তেল।


- রুক্ষ ও ফেটে যাওয়ায় চুলের যত্নে এটি অতুলনীয়।


- চুল মসৃণ ও ঝলমলে করে।