সনির ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ July 23, 2017 953
সনির ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন

বড় ডিসপ্লের একটি ফোন এনেছে সনি। ফোনটির মডেল সনি এক্সপেরিয়া এক্সএওয়ান। এতে ৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ২৯ হাজার ৯৯০ রুপি।


মধ্যম ঘরানার এই ফোনটিতে এজ টু এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরায় সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। কালো, সাদা এবং সোনালি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।


সনির নতুন ফোনটির ৬ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ডিসপ্লেতে ইমেজ এনহ্যাঞ্চ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।


এতে আছে ২.৩ গিগাহার্জের মিডিয়াটেক হেলিও পি২০ অক্টাকোর প্রসেসর। ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।