আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের দিনে যেসব কাজ করলে লাভবান হওয়া যায়, তা এবার দেখে নেওয়া যাক—
v মিষ্টি বিক্রির ব্যবসা করা যেতে পারে। দেশে যেই হারে জিপিএ ৫-এর রেট বাড়ছে, তাতে এবারও মিষ্টির চাহিদা ভালোই থাকবে বলে মনে হচ্ছে। তাই এই দিন মিষ্টি বিক্রির ব্যবসা করলে লাভ তো হবেই সেইসঙ্গে কোটিপতিও হয়ে যেতে পারেন।
v রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, মেয়েরা রেজাল্ট শুনে কান্নাকাটি করবে এটা স্বাভাবিক। তাই রেজাল্টের দিন মেয়েদের কলেজের সামনে চোখ মোছার জন্য টিস্যু বিক্রির ব্যবসা করা যেতে পারে।
v রেজাল্টের দিন বেশিরভাগ ছেলেমেয়ে ভালো ক্যামেরার সাহায্যে ছবি তুলে ফেসবুকে আপডেট দিতে চায় কিন্তু ভালো ক্যামেরা না থাকার জন্য মোবাইলের ক্যামেরা দিয়ে সাধারণ ছবি তুলেই সন্তুষ্ট থাকতে হয়। এইদিন কলেজগুলোর সামনে ভালো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার ব্যবসা করা যেতে পারে। প্রতি ছবি ১০ টাকা করে নিলেও লাখ টাকার নিচে ইনকাম হবে না।
v রেজাল্টের দিন সাইবার ক্যাফে রেজাল্ট শিট প্রিন্টের জন্য রীতিমতো লাইন দিতে হয়। তাই এই দিন ভ্রাম্যমাণ সাইবার ক্যাফে দিয়ে কম টাকায় রেজাল্ট শিট প্রিন্টের ব্যবসা করলে কমপক্ষে হলেও লাখ খানেক টাকা ইনকাম হবে।