দেওয়ালে ফুটো

শিক্ষক-ছাত্র কৌতুক July 21, 2017 1,573
দেওয়ালে ফুটো

দুষ্ট ছাত্র: স্যার, এবার এমন জিনিস বানিয়েছি যে ক্লাসে বসেই আমরা পাশের টিচার রুমে আপনারা কী করতেছেন তা দেখতে পাবো।


শিক্ষক: ভাল, যাই বানিয়েছো, যে উদ্দেশ্যেই বানিয়েছ- খুশির কথা! এটাই একদিন তোমাদের আরও বড় লক্ষ্যে পৌঁছে দেবে। এটা টিভি ক্যামেরা জাতীয় কিছু নয় তো?


ছাত্র: না স্যার!


শিক্ষক: তাহলে?


ছাত্র: স্যার, অনেকদিনের চেষ্টায় সবার চোখ বাঁচিয়ে দেওয়ালে একটা ফুটো করেছি...