শক্তিশালী ব্যাটারিতে আসছে আসুসের নতুন ফোন। ফোনটির মডেল জেনফোন ৪ ম্যাক্স। ফোনটি আগামী মাসে বাজারে আসবে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ব্যাটারিতে। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x ১০৮০ পিক্সেল।
দুইটি প্রসেসর ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০। অন্য ভার্সনে থাকছে কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরিতে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ পর্যন্ত বাড়ানো যাবে।
এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফোনটি অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলবে।