পৃথিবীর যে সব দেশে মদ নিষিদ্ধ

জানা অজানা July 20, 2017 2,368
পৃথিবীর যে সব দেশে মদ নিষিদ্ধ

পৃথিবীর ১৫টি দেশে মদের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। আর এই দেশগুলির মধ্যে বেশিরভাগটাই মুসলিম ধর্মপ্রধান হিসেবেই পরিচিত। এই তালিকায় রাখা হয়েছে ভারতকেও।


উল্লেখ্য, একটা সময় পর্যন্ত মদ নিষদ্ধ ছিল আমেরিকা (১৯২০-১৯৩৩), রাশিয়া (১৯১৪-১৯২৩), কানাডার (১৯১৮-১৯২০) মত তথাকথিত 'উদারবাদী' দেশগুলোতেও।


এছাড়াও একটা সময় পর্যন্ত মদে নিষেধাজ্ঞা ছিল, তৎকালীন সোভিয়েত রাশিয়ার অন্তর্গত হাঙ্গেরিতেও। মদ ব্যান ছিল নরওয়ে (১৯১৬-১৯২৭), ফিনল্যান্ডেও (১৯১৯-১৯৩২)।


ভারতের কয়েকটি রাজ্যেও মদ নিষদ্ধ। এক নজরে দেখে নিন, বর্তমান বিশ্বে কোন কোন দেশে মদ নিষদ্ধ?


১ আফগানিস্তান

২ বাংলাদেশ (ক্ষেত্র বিশেষে ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী এবং বিদেশিদের জন্য ছাড়)

৩ ব্রুনেই

৪ ইরান

৫ ইন্দোনেশিয়া

৬ ইয়েমেন

৭ লিবিয়া

৮ কুয়েত

৯ মালদ্বীপ (মুসলিম ছাড়া সবার জন্য ছাড়)

১০ পাকিস্তান (মুসলিম ছাড়া সবার জন্য ছাড়)

১১ মৌরিতানিয়া

১২ সৌদি আরব

১৩ সুদান

১৪ সোমালিয়া

১৫ আরব আমিরাত