দই, মধু ও আপেল সিডার ভিনেগার দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন খুশকি দূর করার হেয়ার প্যাক। এটি সপ্তাহে একদিন ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে খুশকি দূর হওয়ার পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। এছাড়া চুলের বৃদ্ধি বাড়াতেও অনন্য প্রাকৃতিক উপাদানের এই হেয়ার প্যাক।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
- একটি পাত্রে ২ টেবিল চামচ দই নিন।
- ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান।
- আপেল সিডার ভিনেগারের বদলে লেবুর রসও মেশাতে পারেন।
- ১ চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণ।
- তুলার টুকরা মিশ্রণে ডুবিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান।
- চুলে গোড়া কিছুক্ষণ ম্যাসাজ করুন।
- ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
- কন্ডিশনার ব্যবহার করবেন।
- সপ্তাহে একদিন ব্যবহার করুন দইয়ের হেয়ার প্যাক।
দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?
- দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্সও পাওয়া যায়। এই দুই উপাদান চুলের বৃদ্ধি বাড়ায়। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল মসৃণ করে দই।
- খুশকি ও চুল পড়া বন্ধ করতে জুড়ি নেই দই ও ভিনেগারের হেয়ার প্যাকের।
- মধুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বক থেকে দূর করে খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়াকে। পাশাপাশি প্রাণহীন চুলে নিয়ে আসলে ঝলমলে ভাব।
- আপেল সিডার ভিনেগার মাথার ত্বকের চুলকানি দূর করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান দূর করে খুশকি।
- মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে আপেল সিডার ভিনেগার।