বলিউড সুপার স্টার সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'টিউবলাইট' সুপার ফ্লপ হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা কিংবা টিভি মিডিয়ায় চলছে ফ্লপ হওয়ার কারণ অনুসন্ধান। তো প্রিয় পাঠক , সেই অনুসন্ধানে গা ভাসাতে যুক্ত হয়েছে হাস্যরস।
আসুন হাস্যরসের অনুসন্ধানে কিছু কাল্পনিক ফ্লপ হওয়ার কারণ দেখে নিই।
১. আজকাল রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় টিউবলাইট। অনেকে কোম্পানির প্রচারের জন্য টিউবলাইট সস্তা দামে বিক্রি করে।
অথচ সালমান খান কোম্পানির প্রচারের জন্য টিউবলাইট সস্তা বিক্রি করা তো দূরের কথা, চড়া দামে টিকিট বিক্রি করেছেন, তাই টিউবলাইট ফ্লপ হয়েছে।
২.টিউবলাইটজুড়ে সালমান খানের কোনো প্রেমিকা ছিল না। তারমানে সালমান মেয়ে পটাতে পারেননি। আর যিনি মেয়ে পটাতে ব্যর্থ,তাঁর সিনেমা দর্শক কী কারণে দেখবে? হতে পারে সেজন্য দর্শক সিনেমা দেখেনি।
৩. টিউবলাইট সিনেমায় বেশির ভাগ সময় সালমান খানকে কাঁদতে দেখা যায়। দর্শকের প্রশ্ন, সালমানের এত আবেগ ক্যারে? হয়তো সালমানের অতিরিক্ত আবেগে বিরক্ত হয়ে দর্শক টিউবলাইট অফ করে দিয়েছে।
৪. ঈদে টালিউড সুপারস্টার শাকিব খানের নবাব এবং রাজনীতি সিনেমা মুক্তি পেয়েছে। অনেকে মনে করে টিউবলাইট সিনেমা ফ্লপ হওয়ার এটাও একটা কারণ।