এক চার্জে এক মাস চলবে নকিয়ার ফিচার ফোন

মোবাইল ফোন রিভিউ July 17, 2017 1,066
এক চার্জে এক মাস চলবে নকিয়ার ফিচার ফোন

ভারতের বাজারে এলো নকিয়ার নতুন দুই ফিচার ফোন। ফোন দুইটির মডেল নকিয়া ১০৫ এবং ১৩০। নকিয়া ১০৫ ফিচার ফোনটি দুইটি সিম ভার্সনে পাওয়া যাবে। সিঙ্গেল সিমের ফোনটির মূল্য ৯৯৯ রুপি। ডুয়েল সিমের ফোনের মূল্য ১১৪৯ রুপি।


কালো, নীল এবং সাদা রঙের এই ল্যাপটপগুলো ১৯ জুলাই থেকে বাজারে বিক্রি হবে।


ফোন দুইটি নকিয়ার সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে। নকিয়া ১০৫ ফোনটিতে ১.৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে বিশেষ কি-বোর্ড রয়েছে।


ফোন দুইটিতে স্নেক জিনজিয়া, ডুডল জাম্প এবং ক্রসি রোড গেমস প্রি-ইনস্টল করা আছে।


নকিয়া ১০৫ ফোনটিতে একটানা ১৫ ঘণ্টা কথা বলা যাবে। এটি একবার চার্জে এক মাস চলবে।


ফোনটি এফএম রেডিও এবং ইউএসবি ২.০ পোর্ট রয়েছে। এছাড়াও ফোনটিতে ৩২ জিবি মেমোরি কার্ড সমর্থন করে।