অসাধারণ ফিচারে আসছে নকিয়ার দুর্দান্ত ফোন

মোবাইল ফোন রিভিউ July 17, 2017 1,098
অসাধারণ ফিচারে আসছে নকিয়ার দুর্দান্ত ফোন

১০ জিবি র‌্যামে আসছে নকিয়ার নতুন ফোন। ফোনটির মডেল নকিয়া ৮২। এই ফোনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এতে ৪২ জিবি মেগাপিক্সেলের ক্যামেরা


নকিয়া ৮২ ফোনটি ড্রাইনফ্লাই বিস্ট নামে বাজারে আসবে। মধ্যম ঘরানার এই ফোনটি অ্যালুমিনিয়াম বডিতে তৈরি হবে।


নতুন নকিয়া ফোনটিতে ৬ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এতে ফোরকে ডিসপ্লে প্রযুক্তি থাকবে।


ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৫ গিগাহার্জ।


ফ্লাগশিপ ঘরানার এই ফোনটিতে ১০ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। এছাড়াও এটি ১২৮/২৫৬ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।


ফোনটির রিয়ারে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইস ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এই ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও করা যাবে। এছাড়াও এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


অ্যানড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যটারি ব্যবহার করা হবে।


এছাড়াও এতে ফার্স্ট চার্জিং টেকনোলজি, টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। ফোনটি ধুলো ও পানিরোধী। ১.৫ মিটার গভীর পানিতে এটি সচল থাকবে টানা ৩০ মিনিট।


ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ এই ফোনটির প্রত্যাশিত মূল্য ৯৮৯.৯৯ ডলার।