শক্তিশালী ব্যাটারিতে আসছে নকিয়ার নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ July 16, 2017 834
শক্তিশালী ব্যাটারিতে আসছে নকিয়ার নতুন ফোন

নকিয়া ৩ , নকিয়া ৫ এবং নকিয়া ৬ এরপর নকিয়া আনছে কম দামের ফোন। এই ফোনটির মডেল নকিয়া বি ৮। এন্ট্রি লেভেলের ফোন হলে কি হবে! এতে থাকবে দুর্দান্ত সব ফিচার। এর ডিজাইনেও থাকবে বৈচিত্র্য।


নকিয়া বি ৮ ফোনটি হবে অ্যালুমিনিয়াম বডিতে তৈরি। এটি হবে আল্ট্রা থিন সাইড ডিজাইনে তৈরি। সব মিলিয়ে ফোনটি হবে ইউনিক।


নতুন নকিয়া ৮ ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫।


ছবির জন্য নকিয়া ৮ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে। এতে ডুয়েল এলইডি ফ্লাশ সংযোজিত থাকবে। এই ক্যামেরায় থ্রি এক্স জুম রয়েছে। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায়ও এলইডি ফ্লাশগান থাকছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় বিশেষত্ব থাকছে, এতে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যাবে।


নকিয়ার নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এবং ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে।


দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৬৪ জিবি অন্যটিতে ১২৮ জিবি মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


নকিয়া বি৮ ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমে চলবে। এতে শক্তিশালী ব্যাটারি থাকছে। ফোনটিতে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হবে।


কানেকটিভিটির জন্য ফোনটিতে থ্রিজি, ফোরজি এলটিই, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ এবং রেডিও।


সাদা, কালো এবং রূপালী রঙে ফোনটি পাওয়া যাবে।


ফোনটির প্রত্যাশিত মূল্য ৩৭৮ ডলার।