ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স নতুন একটি ফোন দেশটির বাজারে ছেড়েছে। ফোনটির মডেল ইনটেক্স অ্যাকুয়া সুপ্রিম প্লাস। এটি বাজেট ফোন। ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৯৪৯০ রুপিতে।
ফোনটিতে বাংলাসহ ভারতের বেশ কয়েকটি ভাষা সমর্থন করে। ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে মিডিয়াটেকের কোয়াডকোর এমটি৬৭৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডে মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।