সূর্যের গায়ে রয়েছে প্রায় ১লক্ষ ২০হাজার কিমি গর্ত৷ যা এক বড়সড় আঘাত আনতে পারে পৃথিবীর উপরে৷ নাসার সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই একটি ভয়াবহ তথ্য৷
সূর্যের মধ্যে থাকা এই বিশেষ গর্তটির নাম AR2665৷ আমেরিকান স্পেস এজেন্সীর তরফে জানানো হয়েছে, এই গর্তটি থেকে বিপুল পরিমাণে ছড়িয়ে পরছে আলোর বিকিরণ৷ যার প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানানো হয়েছে নাসার তরফে৷ একইসঙ্গে কমিউনিকেশন স্যাটেলাইটের উপরও আঘাত আনতে পারে এই গর্তটি৷ এরফলে কমিউনিকেশন পরিষেবাও ব্যাহত হতে পারে৷
নাসার তরফে জানা গিয়েছে, শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে সূর্যের এই বিশেষ গর্তটি৷ তবে, অবশ্যই সেই টেলিস্কোপটিতে সোলার ফিল্টার থাকা আবশ্যিক৷ এই বিষয়ে নাসা জানিয়েছে, সূর্যের গায়ে থাকা এই বিশেষ গর্তটি আসতে আসতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু সূর্যের গায়ের মধ্যে থাকা এহেন একটি গর্ত সূর্যের তুলনায় একেবারেই ক্ষুদ্র৷ গর্তটি প্রকৃতপক্ষে পৃথিবীর আয়তনের থেকেও অনেকাংশে বৃহৎ বলে জানাচ্ছে নাসা৷