মঙ্গলে ‘অদ্ভুত’ গর্তের সন্ধান

বিজ্ঞান জগৎ May 27, 2018 2,999
মঙ্গলে ‘অদ্ভুত’ গর্তের সন্ধান

লালগ্রহ মঙ্গলের পৃষ্ঠে ‘অদ্ভুত’ এক গর্তের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই ধরনের গর্তকে বলা হয় ক্রেটার। সম্প্রতি নাসার অরবিটার এই গর্তের সন্ধান পায়। এই ছবি প্রকাশ করেছে করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম।


মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আর চার-পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০-র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই।


গর্তের ভিতর আবার বালিয়াড়ি রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি বার্খান বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে লালগ্রহে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব।


এ বছরের গোড়ার দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে।