মঙ্গলে প্রাণী বাঁচবে ৬৮ দিন!

বিজ্ঞান জগৎ July 12, 2017 1,971
মঙ্গলে প্রাণী বাঁচবে ৬৮ দিন!

মঙ্গলে প্রাণ রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে বহু বছর ধরেই।


সেখানে আদৌ মানুষের বা কোনো প্রাণীর বসবাসের যোগ্য পরিবেশ আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞানীরা। কারণ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে বেশকিছু প্রাণঘাতী বিষের উপস্থিতি রয়েছে।


ফলে বিজ্ঞানীরা বলছেন, সেখানে ৬৮ দিন পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়তে হবে যে কোনো প্রাণীকে।


এ ছাড়া মঙ্গলগ্রহের মাটি পরীক্ষা করে দেখা গেছে, ধূলিকণার সঙ্গে কিছু রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে বিভিন্ন যৌগিক কণার জন্ম দিচ্ছে, যা কোনো প্রাণের বেঁচে থাকার পক্ষে অনুকূল নয়।


বিজ্ঞানীরা আরও জেনেছেন যে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব মঙ্গলে অনেক বেশি।


এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিষয়ক জীববিজ্ঞানী জেনিফার ওয়ার্ডসওয়ার্থের মতে, এখনই মঙ্গলগ্রহের মাটি কোনো প্রাণীর বেঁচে থাকার পক্ষে আদর্শ নয়।


তবে মাটির দু-তিন মিটার নিচে, যেখানে সূর্যের অতিবেগুনি রশ্মি পৌঁছায় না, বা বিষাক্ত রাসায়নিক পদার্থ নেই, সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। এ বিষয় নিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা।