স্যামসাংয়ের ৪ জিবি র‌্যামের নতুন ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ July 12, 2017 895
স্যামসাংয়ের ৪ জিবি র‌্যামের নতুন ফোন বাজারে

মধ্যম ঘরানার একটি ফোন বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি জে৭ ম্যাক্স। ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


৪ জিবি র‌্যামের এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি২০ চিপসেট এবং অক্টাকোর ২.৪ গিগাহার্জের প্রসেসর রয়েছে। এতে মালি টি৮৮০এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে।


গ্যালাক্সি জে ৭ ম্যাক্স ফোনটিতে ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশগান রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায়ও ফ্লাশ আছে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।