মেইজুর দুই ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ July 11, 2017 697
মেইজুর দুই ডিসপ্লের ফোন

বাজারে আসছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মেইজুর নতুন ফোন। ফোনটির মডেল মেইজু প্রো ৭। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও এক্স ৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


ফ্লাগশিপ এই ফোনটিতে দুইটি ডিসপ্লে থাকবে। মেইন ডিসপ্লে থাকবে ফ্রন্টে। সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রিয়ারে। এছাড়াও ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে।


গিজমো চায়নার তথ্য অনুযায়ী মেইজুর নতুন ফোনের সেকেন্ডারি ডিসপ্লে বিভিন্ন নোটিফিকেশন জানাবে। এটি ই-লিঙ্ক ডিসপ্লে।


কার্ভড গ্লাস প্যানেলের এই ফোনটিতে থিন বেজেল ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এলইডি ফ্লাশ, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে। এছাড়াও এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।


সোনালি এবং কালো রঙের এই ফোনটিতে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর রয়েছে। দুই ও তিন জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এছাড়াও এটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ১৬ জিবির, অন্যটি ৩২ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে আছে মেইজুর নিজস্ব ইউজার ইন্টারফেস। এর রিয়ারে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ৩০৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।