বীরপুরুষ" Yo Yo রবি ঠাকীর ...

মজার সবকিছু April 18, 2016 2,172

বীরপুরুষ"

Yo Yo রবি ঠাকীর ...


মনে করো যেন মেইন রোডের মোরে ,

গালফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।


দুজন যাচ্ছি সি এন জি তে চড়ে ,

পর্দাটুকু একটুকু ফাক করে ।


সেদিন ছিল বিরোধীদের অবরোধ ,

ভুলে গিয়ে সব বিপদ আপদ ।


বিএফ -জিএফ পৌছে গেছি ওই মোড়ে ,

মোড়ে নেইতো কোন মানীষজন ,

ভয় পেলো মোর জিএফ এর মন ।


বললাম আমি ভয় পেয়ো না তুমি,

মোড় পেরোতে আরতো কিছুক্ষণ ।


এমন সময় হা রে রে রে রে রে,

লাঠি হাতে আসল কয়েকজন ।


ফুটুস ফাটুস ককটেল উঠল ফুটে ,

কলিজা আমার নেইতো আর বুকে ।


জানের মায়া আছে যে মোর সাচা,

আপন প্রাণ বাচারে তুই চাচা ।


স্যান্ডেল খুলেvদিলাম ঝেড়ে দৌড়,


এক দৌড়ে পেড়িয়ে গেলুম মোড় ।


জিএফ বলল "যাসনে জান্টু ওরে,

তুই পালালে কে বাচাবে মোরে ??


বললাম আমি "পাগল নাকি !! হারাই নিতো হুশ ।

নিজের জান বাচায় যারা তারাই বীরপুরুষ !!! .. ...