টুইনমসের নতুন ট্যাবলেট

মোবাইল ফোন রিভিউ July 10, 2017 910
টুইনমসের নতুন ট্যাবলেট

টুইনমসের নতুন ট্যাবলেট বাজারে আনলো স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। নতুন ট্যাবলেটটির মডেল এমকিউ৭১৮ জি।


অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পন্ন এই ট্যাবলেটে রয়েছে এমটিকে ৮৭৩৫ কোরটেক্স এ৭ মডেলের কোয়াডকোর প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি মেমোরি, ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ৪.০ ব্লুটুথ, ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


ট্যাবলেটটির সাথে ফ্রি একটি ইউএসবি ডাটা ক্যাবল, একটি ওটিজি ক্যাবল, একটি স্টেরিও হেডফোন, চার্জার, ক্লিনিং ক্লথ এবং একটি স্ক্রিন প্রটেক্টর বিনামূল্যে দেয়া হচ্ছে।


এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ১১ হাজার টাকা।