দীর্ঘদিনের অযত্নে চুল হয়ে পড়ে প্রাণহীন। রুক্ষ হয়ে ঝরে পড়ে চুল। চুল পড়া বন্ধ করে চুলে ঝলমলে ভাব ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন রসুনের রস। রসুন ও নারকেল তেলের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে বন্ধ হবে চুল পড়া।
▶যেভাবে তৈরি ও ব্যবহার করবেন রসুনের হেয়ার প্যাক
৪-৫ টেবিল চামচ নারিকেল তেল কুসুম গরম করে নিন।
১ চা চামচ রসুনের রস অথবা রসুন গুঁড়া মেশান তেলের সঙ্গে। গার্লিক পাউডার পেয়ে যাবেন সুপার শপগুলোতে। মিশ্রণটি যেন একদম মিহি হয়।
মাথার তালুতে ঘষে ঘষে লাগান রসুন ও তেলের মিশ্রণ। চুলেও ম্যাসাজ করুন।
২-৩ ঘণ্টা রেখে দিন। সারারাতও রাখতে পারেন চাইলে।
শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
কন্ডিশনার লাগান চুলে।
সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন রসুনের হেয়ার প্যাক।
▶রসুনের রস কেন ব্যবহার করবেন চুলে?
রসুনমিশ্রিত তেল মাথার ত্বকের অ্যালার্জি দূর করে।
প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে চুলের গোড়া শক্ত করে রসুন।
চুলের অকালে পেকে যাওয়া রোধ করে রসুন।
মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে রসুন।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেল চুলের রুক্ষতা দূর করে।
রসুন ও তেলের মিশ্রণে রয়েচে ভিটামিন, মিনারেল ও ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়া শক্ত করে বন্ধ করে চুল পড়া।
খুশকি দূর করতেও সাহায্য করে রসুন।
চুল ঝলমলে করে রসুন ও নারকেল তেল।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট