৬ জিবি র‌্যামে আসছে মটো জেড২

মোবাইল ফোন রিভিউ July 10, 2017 782
৬ জিবি র‌্যামে আসছে মটো জেড২

৬ জিবি র‌্যামে আসছে মটোরোলার নতুন একটি ফোন। ফোনটির মডেল মটো জেড২। সম্প্রতি চীনের বেঞ্চমার্কিং ওয়েবসাইট আনতুতুতে ফোনটির তথ্য প্রকাশিত হয়েছে।


বেঞ্চমার্কিং লিস্টি অনুযায়ী মটোরোলার নতুন ফোনটির মডেল এক্সটি১৯৮৯-০৫। আনটুটু লিস্টি অনুযায়ী ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ সিস্টেম অন চিপসেট থাকবে। এই ফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের রেজুলেশন হবে ১৪৪০x২৫৬০ পিক্সেল।


৬ জিবি র‌্যাম ছাড়াও ফোনটিতে ১২৮ জিবি বিল্টইন মেমোরি থাকবে।


মটোরোলার নতুন ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।


অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গ্লাস প্রটেকশন থাকবে।