হেড স্যারের জেরা

মজার সবকিছু April 18, 2016 1,334

তখন ক্লাস ফোর কি ফাইভে পড়ি। আমাদের বয়েজ স্কুলে নিয়মনীতি বেশ কড়া ছিল। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে, তা না হলে কঠিন শাস্তি। সাজার ভয়ে সবাই ক্লাসে সময়মতো উপস্থিত হওয়ার চেষ্টা করত। একদিন দুর্ভাগ্যক্রমে আমার সবচেয়ে ভালো বন্ধু আসিফ আর আমি ক্লাসে সময়মতো উপস্থিত হতে পারলাম না। দৌড়ে এসে স্কুলে ঢুকতে যাব, সামনে হেড স্যারের আগমন! দ্বিতীয় কোনো পথ নেই যে পালাব! স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে স্যার আমাদের জেরা করতে শুরু করলেন—


: তোমার আসতে দেরি হলো কেন?

: বাসা থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল।

: আগে বের হলে না কেন?

: ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল।

: ঘুম থেকে উঠতে দেরি হলো কেন?

: রাত জেগে হোমওয়ার্ক করেছিলাম।

: বিকেলেই হোমওয়ার্ক সেরে ফেলোনি কেন?

: স্কুল থেকে বাসায় ফিরতে দেরি হয়েছিল।

: স্কুলে এতক্ষণ কী করেছিলে?

: গতকাল টিচার দুই ঘণ্টা ডিটেনশন দিয়েছিলেন।

: ডিটেনশন দিয়েছিল কেন?

: ইয়ে মানে...স্যার, গতকাল স্কুলে দেরি করে এসেছিলাম তো!