সুনাম আলীর প্রশ্ন

মজার সবকিছু April 18, 2016 1,368

সুনাম আলীর ধারণা, সে অনেক জ্ঞানীগুণীর চেয়েও বড় কিছু। কারণ তার মাথায় মাঝেমধ্যে এমন সব প্রশ্ন এসে ভর করে, তা নাকি অনেক জ্ঞানীগুণীর মাথায়ও আসে না।


অনেক অনেক দিন আগের কথা। সুনাম আলী তখন দ্বিতীয় শ্রেণির ছাত্র। একদিন ক্লাসে মাস্টার মশাই তাকে পড়া জিজ্ঞেস করলেন। সুনাম আলী সে প্রশ্নের জবাব না দিয়ে উল্টা মাস্টার মশাইকে প্রশ্ন করে বলল, আচ্ছা স্যার, আপনি আমাদের বই দেখে পড়ান। আর আমাদের বই না দেখে প্রশ্ন করেন। এটা কেন? আপনি মনে হয় লেখাপড়া খুব বেশি একটা জানেন না, তাই না?


এর পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। মাস্টার মশাই দাঁতমুখ খিঁচাতে খিঁচাতে সুনাম আলীর পিঠে দুই জোড়া বেত ভাঙলেন। তার পর থেকে সুনাম আলী আর জীবনেও স্কুলমুখো হয়নি। শুধু এ কারণেই হয়তো তার পরিচয় এখন সুনাম আলী থেকে সুনাম