স্যামসাং এর নতুন স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ July 8, 2017 1,094
স্যামসাং এর নতুন স্মার্টফোন

নতুন একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি অন ম্যাক্স। ভারতের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ রুপি।


স্যামসাংয়ের নতুন ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


এই ফোনটির বিশেষত্ব হচ্ছে অল্প আলোতেও এতে ভালো মানের ছবি তোলা যাবে। এর রিয়ার এবং ফ্রন্ট উভয় পাশেই আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এলইডি ফ্লাশ সমৃদ্ধ ক্যামেরায় লাইফ ফিল্টার, ইনস্ট্যান্ট শেয়ারিং ও সেলফি এডিট করার বেশ কিছু টুলস রয়েছে।


ফোনটিতে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩২ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।


ফোনটির হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। মেটালিক ইউনিবডি ডিজাইনে তৈরি স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এর ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে।