ফেসবুকে এখন ওয়ান-টু-ওয়ান ভিডিও চ্যাটিং অপশন চালু আছে। তবে ফেসবুক এখন গ্রুপ ভিডিও চ্যাটের দিকে মনোনিবেশ করেছে। প্রক্রিয়া সফল হলে ফেসবুকে ২০০ কোটি মানুষ সুবিধা ভোগ করতে পারবেন।
জানা গেছে, এ লক্ষ্যে ফেসবুক বোনফায়ার নামে নতুন একটি চ্যাট অ্যাপ উন্নয়নে কাজ করছে। তবে এ অ্যাপটি লাইফ অন এয়ার নামে একটি প্রযুক্তি স্টার্টআপের জনপ্রিয় গ্রুপ ভিডিও চ্যাট অ্যাপ হাইসপার্টির নকশা নকল করে করা বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা চলছে। যদিও ফেসবুক কোনো মন্তব্য করেনি।