সাধারন জ্ঞানের আসর - ১২৫তম পর্ব

সাধারণ জ্ঞান July 7, 2017 2,980
সাধারন জ্ঞানের আসর - ১২৫তম পর্ব

♻নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশকে.?

—বাংলাদেশ।


♻ভাটির দেশ বলা হয় কোন দেশকে.?

—বাংলাদেশ।


♻সোনালী আশের দেশ বলা হয় কোন দেশকে.?

—বাংলাদেশ।


♻মসজিদের শহর বলা হয় কোন শহরকে.?

—ঢাকা।


♻রিক্সার নগরী বলা হয় কোন নগরীকে.?

—ঢাকা।


♻৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে.?

—সিলেট।


♻১২ আউলিয়ার দেশ বলা হয় কোন নগরীকে.?

—চট্রগ্রাম।


♻বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী নাম কি.?

—চট্টগ্রাম।


♻বাংলাদেশে প্রবেশ দ্বার কোনটি.?

—চট্টগাম বন্দর।


♻উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটি.?

—বগুড়া।


♻পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন নদী কে.?

—ডাকাতিয়া বিল।


♻বাংলার শস্য বলা হয় কোন অঞ্চল কে.?

—বরিশাল।


♻বাংলার ভেনিস বালা হয় কাকে.?

—বরিশালকে।


♻হিমালয়ের কন্যা বলা হয় কাকে.?

—পঞ্চগড়কে।


♻সাগর কন্যা বলা হয় কাকে.?

—কুয়াকাটাকে।


♻সাগর দ্বীপ বলা হয় কাকে.?

—ভোলাকে।


♻কুমিল্লার দু:খ বলা হয় কাকে.?

—গোমতীকে।


♻বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে.?

—কক্সবাজারকে।


♻প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে.?

—নারায়ণগঞ্জকে।


♻বাংলাদেশের কুয়েত বলা হয় কোন অঞ্চলকে.?

—খুলনা। [চিংড়ি চাষের জন্য]