সেকাল - একাল

মজার সবকিছু April 18, 2016 972

আগে


: তরুণেরা মাথা উঁচু করে চলাফেরা করত। নজর থাকত চারপাশে।


: তরুণেরা বিছানার পাশে জানালা পেলে ভীষণ খুশি হতো।


: শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে ক্লাসে ঘুমাত না হয় গল্প করত।


: মানুষ যুদ্ধ করত রণক্ষেত্রে।


: তরুণেরা বই পড়ে আনন্দ পেত।


: মা-বাবা সকালে সন্তানদের ঘুম থেকে ওঠাতে ঘরের ফ্যান বন্ধ করে দিত, কিংবা ঘরের পর্দা সরিয়ে দিত।


: ছেলেরা কাঙ্ক্ষিত নারীর যেকোনো রিকোয়েস্ট পেলেই খুশিতে আটখান হতো।


: প্রেমিক-প্রেমিকার প্রথম পরিচয় হতো পার্কে বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।


: তরুণেরা ব্যক্তিগত চিঠি লুকিয়ে রাখত গোপন জায়গায়।


: তরুণেরা ভোরে উঠে সূর্য দেখত।


এখন


: তরুণেরা অধিকাংশ সময় মাথা নিচু করে থাকে, স্মার্টফোনে ব্যস্ত থাকার কারণে।


: তরুণেরা বিছানার পাশে মোবাইল ফোন চার্জ দেওয়ার বৈদ্যুতিক সকেট থাকলে সুখী হয়।


: শিক্ষার্থীরা ফ্রি ওয়াই–ফাই ও ইন্টারনেটের কল্যাণে ক্লাসে ঘুমাতে পারে না।


: মানুষ যুদ্ধ করে মোবাইল ফোনে, পিসিতে, যুদ্ধের গেম খেলতে খেলতে।


: তরুণেরা ফেসবুকে স্ট্যাটাস পড়ে আনন্দ পায়।


: মা-বাবারা সন্তানের মুঠোফোনে হাত দিলেই সন্তানদের ঘুম ভেঙে যায়।


: ছেলেরা খুশি হয় ফেসবুকে কাঙ্ক্ষিত নারীর ফ্রেন্ড রিকোয়েস্ট পেলে।


: প্রেমিক-প্রেমিকার প্রথম-দ্বিতীয়-তৃতীয় পরিচয় হয় ফেসবুকে।


: তরুণেরা ব্যক্তিগত মেসেজ লুকিয়ে রাখতে ব্যবহার করে

পাসওয়ার্ড।


: তরুণেরা ভোরের সূর্য দেখে ঘুমাতে যায়।"