কফির ফেসপ্যাক: উজ্জ্বল ত্বক নিমিষেই!

রূপচর্চা/বিউটি-টিপস July 6, 2017 636
কফির ফেসপ্যাক: উজ্জ্বল ত্বক নিমিষেই!

ধুলাবালি, রোদ ও নিয়মিত অযত্নে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও বিবর্ণ। প্রাণহীন ত্বকের যত্নে কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে কয়েকদিন। ঘরেই ঝটপট তৈরি করা যায় এই ফেসপ্যাক।


▶যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক


১ টেবিল চামচ কফি পাউডার নিন।


পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট যেন খুব বেশি তরল না হয়।


মুখ পরিষ্কার করে ধুয়ে টোনার ব্যবহার করুন।


কফির ফেসপ্যাক ত্বকে লাগান।


২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


ত্বক মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।


সপ্তাহে ২-৩বার ব্যবহার করুন কফির ফেসপ্যাক।


▶কফির ফেসপ্যাক কেন ব্যবহার করবেন?


কফি ত্বকের বলিরেখা দূর করে টানটান করে ত্বক।


ক্যাফেইনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এটি ত্বকের যত্নে অতুলনীয়।


চোখের নিচের কালো দাগ ও চোখের ফোলা ভাব কমায় কফি।


কদি ও দুধের মিশ্রণ একসঙ্গে উজ্জ্বল ও কোমল করে ত্বক।


ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে দুধ।


তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট