আমাকে আমার মতো

মজার সবকিছু April 18, 2016 1,259

আমাকে আমার মতো পড়তে দাও


আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি।


যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়তে কষ্ট ভীষণ।


এই পড়ার টেবিল আজ ছারখার তবুও পড়তে বসেছি তিনবার।


আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার।


তাই চেষ্টা করছি বারবার না পড়েই পাস করার।


[অটোগ্রাফ ছবির 'আমাকে আমার মতো থাকতে দাও' গানের প্যারোডি]"