হুয়াওয়ের অনলাইন ব্র্যান্ড হনার নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল হনর ৮ প্রো। ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
হনার ৮ প্রো ফোনটিতে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৬০ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি।
হাইএন্ড সিরিজের এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের দুই রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।
অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ভিডিও কলিং ফিচার রয়েছে। ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ রুপিতে।