সানস্ক্রিনেও ত্বকের ক্ষতি হতে পারে

রূপচর্চা/বিউটি-টিপস July 6, 2017 725
সানস্ক্রিনেও ত্বকের ক্ষতি হতে পারে

বাইরে বের হওয়ার আগে আমরা সব সময় সানস্ক্রিন লাগানোর পরামর্শ দিয়ে থাকি। কারণ সানস্ক্রিন স্কিন ক্যান্সার, সানবার্ন এবং অ্যান্টি এজিংয়ের মতো স্কিনের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। কিন্তু সানস্ক্রিনেরও বিপরীত প্রতিক্রিয়াও রয়েছে।


সানস্ক্রিনে PABA (প্যারাঅ্যামিনো বেনজোয়িক এসিড) থাকে যা ত্বকে লাগালে ত্বকে চুলকানি, গোটা ওঠা বা লাল হয়ে যেতে পারে। তাই সানস্ক্রিন কেনার পূর্বে প্যারাঅ্যামিনো বেনজোয়িক এসিড আছে কিনা দেখে নিতে হবে। এ ক্ষেত্রে জিংক অক্সাইডযুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা কম হয়।


যাদের মুখে ব্রণের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দেখা যায়, সানস্ক্রিন ব্যবহারে মুখে ব্রণের সমস্যা বেড়ে যায়। সানস্ক্রিন লাগানোর সময় চোখে ঢুকে গেলে চোখের জন্য ক্ষতিকর হতে পারে।


গবেষণায় দেখা গেছে, সানস্ক্রিনে যে কেমিক্যাল থাকে তা শরীরের হরমোন ব্যালেন্সকে নষ্ট করে। যা রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। দেখা যাচ্ছে, সানস্ক্রিনের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। তবে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তাই সানস্ক্রিন ব্যবহারের পূর্বে চিকিত্সকের পরামর্শ নিয়ে ত্বকের জন্য উপযুক্ত সঠিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে।