▶প্রশ্ন ১ : কোন দেশের আগে নাম ছিল ব্রিটিশ নর্থ অ্যামেরিকা?
উত্তর : কানাডা।
▶প্রশ্ন ২ : কোন গাছের বৃদ্ধি খুব ধীরে হয়?
উত্তর : লাইকেন গাছ (৫০ বছরে দেড় ফুটের বেশি বাড়ে না)।
▶প্রশ্ন ৩ : কোন পাখি উড়তে পারে না?
উত্তর : পেঙ্গুইন পাখি।
▶প্রশ্ন ৪ : কোন যুদ্ধ গ্রেটওয়ার নামে খ্যাত?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ।
▶প্রশ্ন ৫ : জাপান কবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল?
উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১।
▶প্রশ্ন ৬ : আততায়ী জন উইলকিস বুথের হাতে নিহত মার্কিন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : আব্রাহাম লিঙ্কন।
▶প্রশ্ন ৭ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আত্মঘাতী পাইলটদের কী নাম দেওয়া হয়েছিল?
উত্তর : কামিকেজ।
▶প্রশ্ন ৮ : পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশিবার গ্র্যান্ডস্লাম কে জিতেছেন?
উত্তর : রজার ফেডেরার (১৭ বার)।
▶প্রশ্ন ৯ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৩ সালে বিখ্যাত ত্রি-পাক্ষিক বৈঠক কোথায় হয়?
উত্তর : তেহরানে।
▶প্রশ্ন ১০ : নেপোলিয়নের মৃত্যু কোথায় হয়েছিল?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে।
▶প্রশ্ন ১১ : সারনাথ স্তূপ কে নির্মাণ করিয়েছিলেন?
উত্তর : সম্রাট অশোক।
▶প্রশ্ন ১২ : পানিপথে দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : আকবর ও হিমুর মধ্যে।
▶প্রশ্ন ১৩ : আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে কোন খাল যুক্ত করেছে?
উত্তর : পানামা খাল।
▶প্রশ্ন ১৪ : বিষ্ণুগুপ্ত কোন নামে বেশি পরিচিত?
উত্তর : কৌটিল্য।
▶প্রশ্ন ১৫: ময়ূর সিংহাসন কে তৈরি করিয়েছিলেন?
উত্তর : শাহজাহান।