গ্যালাক্সি সিরিজের সবচেয়ে দামি ফোন বাজারে আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফোনটির মডেল গ্যালাক্সি নোট ৮। ফ্যাবলেট ঘরানার এই ফোনটির মূল্য স্যামসাংয়ের অন্যসব ফোনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ভেঞ্চারবিট ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের নোট ৮ এর মূল্য প্রতিষ্ঠানটির অন্যসব ডিভাইসে ছাড়িয়ে যাবে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮ দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি হবে ৬৪ জিবির। অন্যটি ১২৮ জিবির। ৬৪ জিবির ভার্সনের ফোনটির অনুমানিক মূল্য ১১০০ ডলার। যা হবে খু্বই ব্যয় বহুল ফোন। বাজারে এটাই হবে সর্বোচ্চ দামের ফোন।
গ্যালাক্সি নোট ৮ ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চির এজ টু এজ অ্যামোলিড ইনফিনিটি ডিসপ্লে।
এ বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ কিংবা এক্সিনস ৮৮৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৬ জিবি র্যাম থাকার কথা রয়েছে।