কলার হেয়ার প্যাক: বিবর্ণ চুল হবে ঝলমলে

রূপচর্চা/বিউটি-টিপস July 4, 2017 745
কলার হেয়ার প্যাক: বিবর্ণ চুল হবে ঝলমলে

চুলের আগা ফেটে যাওয়া, চুল রুক্ষ হয়ে ঝরে পড়া কিংবা খুশকির প্রকোপ থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন পাকা কলার হেয়ার প্যাক। এটি নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে। জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট দ্য ইন্ডিয়ান স্পট জানিয়েছে উপকারী এই হেয়ার প্যাক সম্পর্কে।


▶যেভাবে তৈরি ও ব্যবহার করবেন


একটি পাত্রে আধা কাপ চটকে নেওয়া কলা নিন। চুল বেশি লম্বা হলে ১টি কলা নেবেন।


১ চা চামচ নারকেল তেল মেশান কলার পেস্টে।


কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন মিশ্রণে।


হেয়ার প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান।


২ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।


▶কলার হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?


নারকেল তেলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। পাশাপাশি চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও এটি অতুলনীয়।


চুলের প্রয়োজনীয় প্রোটিনের অভাব পূরণ করে নারকেল তেল। এতে চুল হয় উজ্জ্বল ও ঝলমলে।


মাথার ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি খুশকি দূর করে এই হেয়ার প্যাক।


কলায় রয়েছে প্রাকৃতিক তেল, পটাসিয়াম, কার্বোহাইড্রেট ও বিভিন্ন উপকারী মিনারেল যা চুল নরম করে।


ভিটামিন এ, বি, সি, ই এর পাশাপাশি ম্যাংগানিজ, জিঙ্ক ও আয়রন পাওয়া যায় কলা থেকে। এগুলো চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে।


প্রাকৃতিক উপাদানের তৈরি এই হেয়ার প্যাক চুল রাখে স্বাস্থ্যোজ্জ্বল।