জাপানের কনজুমার ইলেট্রনিক্স ব্র্যান্ড শার্প নতুন একটি ফোন বাজারে অবমুক্ত করেছে। ফোনটির মডেল শার্প এক্স ১। জাপানের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৭০ হাজার ৫২৪ ইয়েনে।
শার্প এক্স ১ ফোনটিতে আছে ৫.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। এতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
ধুলো ও পানিরোধী এই ফোনটি এক চার্জে চারদিন পর্যন্ত চলবে। ফোনটিতে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
শার্পের নতুন ফোনটিতে ১৬.৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।