জিওনির ফোনে চার ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ July 3, 2017 1,095
জিওনির ফোনে চার ক্যামেরা

এক ফোনে চার ক্যামেরা। রিয়ারে দুইটি, ফ্রন্টে দুইটি। এমনই একটি ফোন চীনের বাজারে অবমু্ক্ত করেছে জিওনি। ফোনটির মডেল জিওনি এস ১০। ফোনটি শিগগিরই ভারতের বাজারে পাওয়া যাবে।


ফোনটির রিয়ারে আছে ১৬ ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সামনে আছে ২০ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


ক্যামেরা ছাড়া এই ফোনের অন্য বৈশিষ্ট্যগুলি হলো এতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন রয়েছে। র‌্যাম আছে ৬ জিবি র‌্যাম। এর বিল্টইন মেমোরি ৬৪ জিবি। ব্যাটারি ৩৪৫০ এমএএইচের।