দেশীয় পলিটিক্স বনাম ফারিয়ার পাদ !.

মজার সবকিছু April 18, 2016 1,120

দেশীয় পলিটিক্স বনাম ফারিয়ার পাদ !.


*হানিফঃ নুসরাত ফারিয়া আসলেই পাদ দিয়েছে নাকি এটা বিম্পি জামাতের ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে। ইতি মধ্যে কাপড় ও পাদস্থানের বাতাসের নমুনা সংগ্রহ করা হয়েছে, তদন্ত চলবে।

.

*নাসিমঃ পাদ ধরে রাখা স্বাস্থ্যের জন্যচ্রম হুমকি।বিম্পি জামাতের আমলে মানুষ শান্তিতে পাদ ও দিতে পারতো না, এখন আমরা সংসদে বসেও পাদতে পারি ।

.

*এইচ-টি ইমামঃ নুসরাত ফারিয়া কোন অভিনেত্রী না উনি আসলে একজন মুলা ব্যবসায়ী ।

.

*আবুল মালঃ পরিবেশ দূষণ ঠেকাতে পাদের উপর ভ্যাট দিতে হবে ।

.

*এরশাদঃ ফারিহা কোন পাদ দেয় নি, একটু গ্যাস ছেড়েছে মাত্র।

.

*হাছান মাহমুদঃ ফারিহার পাদ দেওয়া'ই প্রমান করে দেশের মানুষ কতটা স্বাধীন এবং শান্তিতে আছে ।

.

সুরঞ্জিত বাবুঃ আমাদের নেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ভাবে এই পাদাধিকার নিশ্চিত করেছেন তবু নেত্রীকে শান্তিতে নোবেল না দেওয়ায় আমি হতবাক!!

.

মখা আলমগীরঃ ফারিয়ার পাদে ফেসবুক ধ্বসে পড়ার আশঙ্কা আছে ।

.

মির্জা ফখরুলঃ এই সরকারের আমলে রাস্তা ঘাটের যা অবস্থা তাতে গাড়িতে উঠলেই পাদার উপর থাকতে হয় । এর তীব্র নিন্দা জানাতেই ফারিয়া পাদ দিয়েছেন ।

.

ওবায়েদুল কাদেরঃ আসলে শ্যুটিং ইউনিটে ফারিয়া কেন পাদ দিল আমার বুঝে আসেনা ! তবে হ্যা, মহাসড়ক গুলোতে কিন্তু চারলেন হবেই ।তখন আর এমনটা হবে না ।এ্যা.. এনিয়ে রাজনীতি করার তো কিছু নেই ।

.

হাসিনাঃ ফারিয়া পাদ ধরে রাখলে ইমরান হাসমীর কি হবে ??

.

তসলিমা নাসরিনঃ শুধু নারী বলেই আজ ফারিয়ার পাদের উপর এত অত্যাচার ।পশ্চিমা বিশ্বে নারীরা পুরুষদের চেয়েতিন গুন জোরে পাদে ।।