বেজেল-লেস ডিসপ্লের একটি ফোন আনতে কাজ করছে সনি। সম্প্রতি ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফ্লাগশিপ এই ফোনটির তথ্য প্রথম ফাঁস হয়েছে চীনের ওয়েবসাইট উইবোতে। ফোনটির ডিসপ্লে হবে ৬ ইঞ্চির এলসিডি। স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯।
ফাঁস হওয়া তথ্য মতে, এক্সপেরিয়া সিরিজের নতুন ফোনটি হবে খুব পাতলা। এর বটম ও টপে সামান্য পরিমান বেজেল ব্যবহার করা হয়েছে।
এই ফোনটিতে সনির উৎপাদিত নিজস্ব ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। ফুল অ্যাকটিভ ডিসপ্লের এই ফোনটি দেখতে হবে বেশ আকর্ষণীয়।
এই বছরেই ফোনটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।