নবজাতকের চুল কেটে কি সদকা দিতে হয়?

ইসলামিক শিক্ষা July 2, 2017 1,514
নবজাতকের চুল কেটে কি সদকা দিতে হয়?

প্রশ্ন : শিশু জন্মের সাত দিন পর যে চুল কাটা হয়, ওজন দিয়ে সমপরিমাণ টাকা কি সদকা দিতে হয়?


উত্তর : হ্যাঁ, সমপরিমাণ টাকা সদকা দেওয়ার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি সদকা করাটা উত্তম, ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন।


সুতরাং যদি কারো সামর্থ্য থাকে ওই পরিমাণ ওজন করে ততটুকু রৌপ্যের যে মূল্য হয়, সেই মূল্য নির্ধারণ করে সেটা সদকা করবেন বা গরিব মিসকিনদের মধ্যে বণ্টন করে দেবেন, তাহলে সেটি হবে সুন্নাহ।


টাকা তো ওজন করা যায় না। তাই ওই চুলের সমপরিমাণ রৌপ্য গ্রহণ করে সেই রৌপ্যটাও আপনি দিতে পারেন বা তার সমপরিমাণ টাকাটাও সদকা করতে পারবেন। দুটিই জায়েজ রয়েছে আপনার জন্য।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন