কেমন আছেন জুকার মামা?
আমি আপনার মামা হলাম কি করে?
আপনি আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। তারমানে আপনি আমার ফ্রেন্ড। আর আমাদের দেশে ফ্রেন্ডদের আদর করে মামা ডাকা হয়। এটা অলিখিত নিয়ম।
আর কি কি নিয়ম আছে, শুনি?
ফেইসবুকে যাদের স্ট্যাটাসে বেশী লাইক পড়ে, তাদের আমরা সেলিব্রিটি ডাকি। তবে যারা অটোলাইক ইউজ করে লাইক বাড়ায়, তাদের নিয়ে হাসি ঠাট্টা করি। আচ্ছা, আপনি কি অটোলাইক ইউজ করেন?
ওহ মাই গড! বলেন কি? আমি অটোলাইক ইউজ করি না। আপনি আমার ওপর এই মিথ্যা বদনাম তুলতেছেন কেন?
আমাদের দেশে যারা অটোলাইক ইউজ করে তাদের লাইক লিস্ট দেখলেই বুঝা যায়। কারণ এতে বিদেশী ফেইসবুক ইউজারের লাইক বেশী থাকে। আমি খেয়াল করে দেখছি, আপনার স্ট্যাটাসে বেশীরভাগ লাইক বিদেশী লোক দেয়। তার মানে আপনি অটোলাইক ইউজ করতেছেন।
আমি ঐ রকম লোক না। কে বা কারা আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসাতে চাচ্ছে।
আসল প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয় শুনেছেন বাংলাদেশ সরকার সাময়িক ভাবে ফেইসবুক বন্ধ করেছে। ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন?
এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই।
তারমানে এই ষড়যন্ত্রে আপনিও জড়িত। সরকারের সাথে আপনার আঁতাত আছে!
আঁতাত বাতাত কিছু নাই। আপনি খেয়াল করে একটা জিনিষ দেখবেন, সব দেশের লোকই একটা নির্দিষ্ট সময় ফেইসবুক ইউজ করে। কিন্ত চব্বিশটা ঘন্টা ইউজ করে আপনাদের দেশের পোলাপাইন। যার ফলে আপনাদের সেবায় যারা নিয়োজিত তাদের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। ফেইসবুক আপানাদের দেশে বন্ধ হওয়ায় তারা এখন ছুটিতে আছে।
কিন্তু এর পরও তো অনেকেই ফেইসবুক ইউজ করতেছে।
এরা চেইন ফেইসবুকার। তাদের কথা আলাদা। এদের বন্ধুক দিয়ে গুলি করলেও ফেইসবুক ইউজ করা বন্ধ করবে না। বরং উল্টো শ্লোগান দিবে, ফেইসবুক ছাড়ুম না, গুলি করো।
তার মানে বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কোন গুরুত্ব আপনার কাছে নেই?
কে বলছে নেই? অবশ্যি আছে। তাছাড়া বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কাছে আমি অনেক ঋণী!
ক্যামনে?
এই যেমন অন্যান্য দেশে ফেইসবুকে তরুণদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্দোগ নিই। তার জন্য অনেক টাকা ব্যায় করতে হয়। কিন্তু আপনাদের দেশে সেটা করতে হয়না। কারন, আমাদের হয়ে সেই কাজটা রাজনীতিবিদ থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পর্যায়ের সেলিব্রিটিরা করে ফেলেন। তারা একটা ইস্যু ক্রিয়েট করেন আর আপনারা সবাই দুই দলে ভাগ হয়ে ফেইসবুকে সেটা নিয়ে ত্যানা পেঁচান। যার ফলে আমাদের মার্কেটিং টা ফ্রি হয়ে যায়।
সেই মার্কেটিং এ বেঁচে যাওয়া অর্থ দিয়ে আপনি কি করেন? অটোলাইকার কিনেন?
যার জন্য করলাম চুরি, সে কয় চুর। আপনার কাছে আর সাক্ষাৎকার দিমুনা।